1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে তাপসী রাবেয়া

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৩০৭ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশিদ খান দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ায় উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যান ০১ তাপসী রাবেয়াকে চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আজ রবিবার (১১ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা ২০১০ এর ১৫(৩) ধারা অনুযায়ী নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাপসী রাবেয়াকে শিবপুর উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদান করা হয়।

প্রয়াত হারুনুর রশিদ খান এর অসমাপ্ত কাজগুলো সঠিকভাবে পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তাপসী রাবেয়া।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT