নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। আজ শনিবার সকাল ১১টায় পঞ্চবটি বাজারের মতিন সাহেবের কাপড়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রীনগর চরপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে বাছেদ (৩৮) ও উত্তরপাড়া গ্রামের মৃত বেদন মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৮)।
শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মডেল থানার ওসি আবুল কাসেম ভূঁইয়া।
মডেল থানার ওসি আবুল কাসেম ভূঁইয়া জানান, শনিবার সকালে মাদক বহন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চবটি বাজারে এসআই মনোয়ার হোসেন তার ফোর্স সহ অভিযান পরিচালনা করে ২ মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে বস্তায় ভর্তি ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।
এসময় তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীরা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে আসামীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে নিয়মিত মামলা রজু করা হয়েছে।