নরসিংদী প্রতিনিধি : নরসিংদী বাজার বণিক সমিতির বর্তমান কমিটি মেয়াদউত্তীর্ণ হওয়ার পরও জোর করে ক্ষমতা দখল ও সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, বাজারে চাঁদাবাজিসহ বিএনপি-জামায়াতের লোকদের নিয়ে বাজারের দফায় দফায় মিটিং-মিছিল করার প্রতিবাদে মানববন্ধন করেছে বাজারের ব্যবসায়ীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে নরসিংদী বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান নরসিংদী বাজার বণিক সমিতি ব্যবস্থাপনা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে কয়েক মাস হয়ে যায়। জোর করে অবৈধভাবে এই কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাজারে। বাজারের সভাপতি বাবুল সরকার সে ক্ষমতায় থাকার জন্য বছরের পর বছর ধরে বিভিন্নভাবে অন্যায় ও খারাপ পথ অবলম্বন করে ব্যবসায়ীদের ভয়-ভীতি দেখিয়ে যাচ্ছে।
বিগত ৯ বছর যাবৎ বাজারের ব্যবসায়ীদের জিম্মি করে তার প্রভাব দেখিয়ে বাজারের সভাপতির চেয়ারে বসে আছেন। তাছাড়া লক্ষ লক্ষ টাকার হিসাব নিকাশে গুলমাল পাকিয়ে সব টাকা বাবুল সরকার আত্মসাৎ করে যাচ্ছেন। তিনি অরাজকতা সৃষ্টি করে রেখেছেন বলে জানান বক্তারা।
তাই সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বাচনের মাধ্যমে বাজারের সাধারণ ব্যবসায়ীদের ভোটে সঠিক প্রার্থী বাছাই করার সুযোগের দাবি ব্যবসায়ীদের। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন মুখ বাজারের উন্নয়ন ঘটাতে পারবে।
মানববন্ধন শেষে নরসিংদীর জেলা প্রশাসকের কাছে ও পুলিশ সুপারের কার্যালয় বাজারের ব্যবসায়ীরা স্মারকলিপি প্রদান করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নরসিংদী বাজার বণিক সমিতির সাবেক পরিচালক মোহাম্মদ আওলাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সরকার, বাবু জয়দেব বমন, নুর আলম সানী, জুয়েল আহমেদ, মনির মিয়া, আজন মিয়া,নিহাল সরকার, আজয় সাহা, নিখিল সাহা, ছোগির আহমেদ, ইসমাইল মিয়া প্রমূখ।