মো: আশাদউল্লাহ মনা : শীতলক্ষ্যা নদীর স্বাভাবিক গতিপথ ও নাব্যতা রক্ষা এবং নদী দুষণ ও তীর বেদখল রোধকল্পে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
পলাশ উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকালে উপজেলার ডাংগা ইউনিয়নের ডাংগা বাজার খেয়াঘাটে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই, এ কে খান কোম্পানীর প্রতিনিধি নূরুল ইসলাম ও ডাংগা বাজারের ব্যবসায়ী তারা মিয়া প্রমুখ।