আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী বেলাবতে বাংলাদেশ মহিলা পরিষদের পাঠচক্র সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ জুন) বিকালে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব শাখার অফিসে অত্র সংগঠনের আয়োজনে পাঠচক্র সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী বারেয়া খাতুন শান্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজরীন হক হেনার পরিচালনায় উপস্থিত ছিলেন চর উজিলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান,
ভাটের চর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ জাহানুল হক বাবুল,সাবেক প্রধান শিক্ষক আলাউদ্দিন আফ্রাদ, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সহ-সভাপতি নাজমুন নাহার আমিনা, সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন, আন্দোলন সম্পাদক মিনতী রানী সূত্রধর প্রুমখ।