1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী ডায়াবেটিক সমিতির নতুন সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত রায়পুরায় ব্যতিক্রমী উদ্যোগ, নদী দূষণ রোধে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত শিক্ষার ক্ষেত্রে কোন প্রকার কম্প্রমাইজ বা দলীয় করণ করার সুযোগ নেই: খোকন নরসিংদীতে রাতে স্ত্রী ও দিনে স্বামীর মরদেহ উদ্ধার মারা গেলেন নরসিংদীর প্রবীণ সাংবাদিক আবু তাহের নরসিংদীতে কাফনের কাপড় বেধে পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ফয়জুল করীমকে বরিশাল সিটির মেয়র ঘোষণা করতে আদালতে মামলা নরসিংদীতে রোগী ও স্বজনদের ওপর এক হাসপাতাল কর্তৃপক্ষের হামলা শিবপুরে অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতির আশংকা নরসিংদীর রায়পুরায় ধান কাটার সময় বজ্রপাতে নিহত ১

শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধের দাবিতে বেলাবতে মানববন্ধন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২৬৩ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানিমূলক ঘটনা বন্ধের দাবি জানিয়ে’’ বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জুন) বিকালে বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়’সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানিমূলক ঘটনা বন্ধের দাবি জানিয়ে’’ বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী বারেয়া খাতুন শান্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজরীন হক হেনার পরিচালনায় উপস্থিত ছিলেন চর উজিলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান, ভাটের চর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ জাহানুল হক বাবুল,সাবেক প্রধান শিক্ষক আলাউদ্দিন আফ্রাদ,বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সহ-সভাপতি নাজমুন নাহার আমিনা, সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন, আন্দোলন সম্পাদক মিনতী রানী সূত্রধর প্রুমখ।

মানববন্ধনে বক্তারা গত ২১ মে ২০২৩ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় সভাপতির অফিস কক্ষে বিভাগের সভাপতি এবং অন্যান্য শিক্ষকগণের সম্মুখে একই বিভাগের শিক্ষক প্রফেসর ড. এনামুল হক কর্তৃক উক্ত বিভাগের শিক্ষক প্রফেসর ড. নাজমা আফরোজ-এর প্রতি যৌন উসকানিমূলক বক্তব্য এবং আচরণের তীব্র নিন্দা প্রকাশ করেন।

তারা অভিযুক্ত শিক্ষকের শাস্তি নিশ্চিতের দাবি জানান। একইসঙ্গে ২০০৯ সালে হাইকোর্টের প্রদত্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমসহ সব প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে ‘যৌন হয়রানি প্রতিরোধ কমিটি’ নামে কমিটি গঠন করা বিষয়ক রায়ের বাস্তবায়ন এবং অনতিবিলম্বে এসংক্রান্ত আইন প্রণয়নের দাবি জানান। পাশাপাশি তারা নারীর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT