নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে এম্বুলেন্সের ধাক্কায় শোভন (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (২ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার দক্ষিণ সাধারচর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শোভন পলাশ উপজেলার মালিতা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। নিহত হওয়ার বিষটি নিশ্চিত করেন শোভনের বড় ভাই শ্রাবন।
স্বজন ও স্থানীয়রা জানায়, বিকেলে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে শোভন। পরে চরসিন্দুর থেকে ইটাখোলা যাওয়ার পথে দক্ষিণ সাধারচর ব্রীজের পূর্ব পাশে গাজীপুর গামী একটি এম্বুলেন্সের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শোভন। পরে ঘটনাস্থল থেকে স্বজন ও স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, দূর্ঘটনায় নিহত হওয়ার খবর তিনি জানেন না।