এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় নিখোঁজ হওয়ার একদিন পর দেড় বছরের শিশু রিতা মণির লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৩১) সকাল সাড়ে ১০টায় উপজেলার চানপুর ইউনিয়নের কালিকাপুর এলাকার মেঘনা নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম। নিহত শিশুটি ওই এলাকার আসাদ মিয়ার মেয়ে।
পুলিশ ও পারিবারি সূত্র জানায়, মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যার পর থেকে যমজ দুই বোনের মধ্যে রিতা মণিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা লাশটি উদ্ধার করে নদীর পাড়ে আনে। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে লাশটি শিশু রিতার বলে শনাক্ত করেন।
নিহত শিশুর চাচা যুবলীগ নেতা নাসির উদ্দিন জানান, গতকাল সন্ধ্যার পর থেকে আমার ভাতিজিকে খুঁজে পাচ্ছিলাম না। পরে আজ সকালে মেঘনার তার লাশ পাওয়া গেছে।
বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছি নদীতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি৷