মো: আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকালে উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিলরুবা ইয়াছমিন এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মন্টু প্রমুখ।আলোচনা সভায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।