ডেস্ক রিপোর্ট : টিকিট না পেয়ে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ কারণে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কোন ট্রেন বের হতে পারছে না। ফলে ঢাকার সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আজ বুধবার (২০ জুলাই) কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলসাগর এক্সপ্রেস আটকে পড়ায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আর কোন যাত্রীবাহী ট্রেন এখন পর্যন্ত ঢাকা ছাড়তে পারেনি। যার ফলে ঢাকা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে।
জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার জন্য বেশ কয়েকজন শিক্ষার্থী বিমানবন্দরের কাউন্টারে গেলে তাদের ৪টি টিকিট দেওয়া হয়। পরে জানানো হয় টিকিট শেষ হয়ে গেছে। এ টিকিট প্রাপ্তি নিয়ে শিক্ষার্থীদের বুকিং সহকারীদের বাকবিতন্ড হয়। শেষে স্টেশনে দাঁড়ানো নীল সাগর এক্সপ্রেস ট্রেনের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা অবরোধ করে।