আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে সিএনজি ও বাইসাইকেলের মুখোমুখি সংর্ঘষে শাহাদাত হোসেন শুক্কুর (১৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার পোড়াদিয়া-বেলাব রাস্তার রাধাখালী ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাত হোসেন শুক্কুর উপজেলার বিন্নাবাইদ ইউনিয়ন চরছায়েট গ্রামের মোঃ মুছা মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, সকালে শুক্কুর বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে পোড়াদিয়া যাওয়ার জন্য বাইসাইকেল যোগে বের হয়। সে রাধাখালী ব্রীজ এলাকায় পৌঁছালে পোড়াদিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজির সাথে তার বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বেলাবো থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা সিএনজিটি আটক করতে পারলেও চালক পলাতক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।