নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ছাত্রদল নেতা সাদেকুর রহমানকে গুলি করে হত্যার পর জেলা বিএনপির সদস্য ও হাজীপুর ইউনিয়নের আহবায়ক জাহিদুল ইসলামের বাড়িতে আগুন দিয়েছে নিহত সাদেকের সমর্থকরা।বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে সদরের হাজিপুর এলাকায় এই ঘটনা ঘটায় নিহত সাদেকের অন্তত অর্ধশত সমর্থক ।
এর আগে, আজ বিকেলে নরসিংদী জেলা ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় সাদেক। একই সময় আহত হয় আরও ৫ কর্মী।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে জেলা ছাত্রদলের কমিটি নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে জেলা ছাত্রদল দুই গ্রুপে বিভক্ত হয়। এরপর থেকে নরসিংদী জেল বিএনপির অস্থায়ী কার্যালয় ও দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাড়িতে হামলা করে পদবঞ্চিতরা।