নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান, কর্মসূচির আওতায় পলাশ উপজেলায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যাক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে
জীবিকা নির্বাহের জন্য ৫ জনকে ২৫ হাজার টাকা করে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা চত্বরে আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ৫ জনের হাতে
সহায়ক উপকরন হিসেবে ছাগল ও ব্যবসা করার জন্য মুদী মালামালসহ নগদ অর্থ তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও উপজেলা সমাজসেবা অফিসার উজ্জল মুন্সি।