এম. এন মামুন আহমেদ, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদর উপজেলার নবগঠিত বুদিয়ামারা কালাইগোবিন্দপুর ঈদগাহ উন্নয়ন পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মে) বিকালে ঈদগাহ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ইকবাল সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত নবগঠিত কমিটির প্রথম সভায় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট শিল্পপতি নেছার উদ্দিন লেছু,
সহ-সভাপতি আসাদ উল্লাহ সরকার, সহ-সভাপতি এ. ফারুক, সহ-সভাপতি গাজী সারোয়ার মাস্টার, সহ-সভাপতি জজ মিয়া গাজী, সহ-সভাপতি রাজা সরকার, সহ- সভাপতি কামরুল ইসলাম সরকার, সহ-সাধারণ সম্পাদক আলী হোসেন,
কোষাধ্যক্ষ হাফিজ উদ্দিন মেম্বার, সাংগঠনিক সম্পাদক মো. জাহেন শাহ মিয়া, প্রচার সম্পাদক এম. এন মামুন আহমেদ, সদস্য কুদ্দুস সেকান্দর, সদস্য জাকির মোল্লা, সদস্য জাকির হোসেন, সদস্য রাজা মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় নবগঠিত কমিটির পরিচিত পর্ব শেষে ঈদগাহের সামনে ড্রেন সংস্করণ ও ড্রেনের উপর পাটাতন বসানো এবং আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে ঈদগাহ সাজসজ্জাকরণ নিয়ে নানা রকম পরিকল্পনা গ্রহণ করা হয়।