সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর উপজেলা পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) নরসিংদীর পলাশ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহের ফলাফল প্রকাশ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার। প্রকাশিত ফলাফলে পলাশ উপজেলায় এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে ১ম বারের শ্রেষ্ঠ গার্লস গাইড নির্বাচিত হয়েছেন বনশ্রী দাস।
ঘোড়াশাল ডাঃ নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর একজন মেধাবী শিক্ষার্থী বনশ্রী দাস। তার বাবা পলাশ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস ও মা সুপ্রিয়া রানী দাস স্থানীয় প্রাইমারী স্কুলের শিক্ষিকা।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রিনা নাসরিন জানান, বনশ্রী দাস একজন মেধাবী শিক্ষার্থী। এবারের জাতীয় শিক্ষা সপ্তাহে সে পলাশ উপজেলার শ্রেষ্ঠ গার্লস গাইড নির্বাচিত হওয়ায় আমরা সকলেই খুশি হয়েছি। আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করি। আশা রাখি সে সামনে দিনেও সফলতার ধারাবাহিকতা বজায় রাখবে।
বনশ্রী দাস বলেন, আমি যেন আমার বাবা-মায়ের আদর্শকে অন্তরে ধারণ করে সুশিক্ষায় শিক্ষিত হতে পারি সে জন্য আমার শিক্ষক ও সকলের আর্শিবাদ চাই।