1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

পলাশে বিদেশী রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২৭৩ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে একটি বিদেশী রিভলবার ও ৫ রাউন্ড গুলিসহ রতন বর্মণ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ মে) সন্ধায় ঘোড়াশাল পৌর এলাকার দিঘদা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত রতন বর্মণ নরসিংদী সদর থানার বীরপুর গ্রামের অশ্বীনি বমর্ণের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সন্ধায় ঘোড়াশাল দিঘদা এলাকায় একটি মাছের প্রজেক্ট এর সামনে সন্দেহ জনক দুই ব্যক্তিকে তল্লাসি করতে গেলে পুলিশের ভয়ে তারা দৌঁড়ে পালানোর চেষ্ঠা করে। পরে পুলিশ রতন বর্মণ নামে এক যুবককে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাসী করে একটি বিদেশী রিভলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রতন বর্মণ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের অনুকুল চন্দ্র বর্মনের মেয়ের জামাই।

পলাশ থানার ওসি (তদন্ত) এমদাদুল হক সাংবাদিকদের  জানান, রতন বর্মণের নামে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। তাকে নরসিংদীর কোর্টে পাঠানো হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT