মোঃ আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ে মহা তাবু জলসার মধ্যদিয়ে শেষ হলো ৪৯৬ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স। রবিবার রাত ৮টায় উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই তাবু জলসা অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশাল জ্বালিয়ে তাবু জলসার উদ্বোধন করেন। এ সময় ক্যাম্প ফায়ার ক্যাম্প ফায়ার গানের ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো ক্যাম্পুরী মাঠ। ভূমি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও কোর্স লিডার জহিরুল হকের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী,
স্কাউটসের জাতীয় কমিশনার ফাউন্ডেশন সাফিনা রেহমান, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজি ও ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উবায়দুর রহমান তালুকদার প্রমুখ। ৫ দিনব্যাপী কোর্সে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুল মাদ্রাসার ৪৫ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়।