আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলার বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়নে বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে সুইজারল্যান্ড এর অর্থায়ানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর “রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ” প্রকল্প কর্তৃক আয়োজিত কর্মশালা এর নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১১ মে, দুপুর ১ টায় চর উজিলাব ইউনিয়ন পরিষদের সভা কক্ষে কমর্শালার উদ্বোধন করে চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট। কর্মশালায় নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইকোসোশ্যাল কাউন্সেল সেক্টর স্পেশালিস্ট মোঃ নূরুল ইসলাম।
উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন চর উজিলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কাসেম আলকাছ, বারৈচা বাজার ব্যাবসায়ি বণিক সমিতি সাধারণ সম্পাদক মোঃ কবির আহমেদ, চর উজিলাব ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ স্বপন মিয়া,মোঃ আলমগীর হোসেন,মোঃশাহাজান মিয়া,মহিলা সদস্য মোঃ রহিমা বেগম সহ প্রমুখ।