নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর খোলা বাজারে সরকার নির্ধারিত খুচরা মূল্যে এলপি গ্যাস বিক্রি ও সরবরাহ স্বাভাবিক আছে কিনা তা দেখতে সরেজমিন পরিদর্শন করেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মোঃ নুরুল আমীন।
আজ বুধবার বিকেলে নরসিংদী শহরের বেশ কয়েকটি এলাকার এলপি গ্যাসের পাইকারী ও খুচরা দোকানে আকষ্মিক পরিদর্শনে আসেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন চেয়ারম্যান। এসময় সাথে ছিলেন, জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিনসহ সহকারী কমিশনারগণ।
পরিদর্শণকালে এলপি গ্যাসের সরবরাহ স্বাভাবিকসহ বিভিন্ন দোকানে ১২ কেজি একেকটি এলপি গ্যাস সিরিন্ডার খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৫টাকা কমে অর্থাৎ ১২’শ ৩০টাকায় বিক্রি হওয়ায় সন্তোশ প্রকাশ করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মোঃ নুরুল আমীন।
পরে সাংবাদিকদের তিনি বলেন, নরসিংদী সহ দেশের কোথাও এলপি গ্যাসের কোন সংকট নেই। সেই সাথে কোথাও সরকার নির্ধারিত খুচরা মূল্যের বাইরে অস্বাভাবিক মূল্য বৃদ্ধিও পরিলক্ষিত হয়নি। তাই জনগন সস্তিতে আছে। তবে এ বিষয়ে কঠোর ভাবে বাজার মনিটরিং করছে এনার্জি রেগুলেটরি কমিশন। কোন ব্যত্যয় পাওয়া গেলে কঠোর পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।