নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদীর পলাশ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মে) বিকেলে ঘোড়াশাল বাজারের ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ শাখার দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব সুলাইমান ভূইয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব আশরাফ উদ্দিন ভূইয়া ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সেক্রেটারী এটি এম আশরাফ আলী। এসময় আরো ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাসুদুর রহমান প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শুরা সদস্যদের পরামর্শক্রমে ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সেক্রেটারী হিসেবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সভাপতি ও বিগত ঘোড়াশাল পৌরসভার হাতপাখার মেয়র প্রার্থী মোঃ ইকরাম হোসেনকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সেক্রেটারী হিসেবে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সেক্রেটারি মো: ইকরাম হোসেন বলেন,
ক্ষমতার পালা বদল নয়, কাঙ্ক্ষিত মুক্তির জন্য চাই আদর্শিক পরিবর্তন। আর এই পরিবর্তনের লক্ষ্যে আদর্শবান ছাত্র সমাজ, যুব সমাজ, তথা আদর্শবান মানবসমাজকে নিয়ে একসাথে হাতে হাত রেখে, কাধে কাধ রেখে এগিয়ে যেতে চাই সেই কাঙ্ক্ষিত মুক্তির লক্ষ্যে।