1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত পলাশে আওয়ামীলীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ পলাশে বাসায় ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ নারায়ণপুরে খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যা মামলা প্র জনগণ নির্বাচনের রোডম্যাপ চায়, নইলে সড়কে নেমে আসবে : বিএনপির যুগ্ম মহাসচিব ঘোড়াশালে শিয়ালের কামড়ে তিন নারীসহ আহত ৪ বেলাবতে খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সভা পৃথিবীতে কোন স্বৈরাচারই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি : বেলাবতে এড. সরদার সাখাওয়াত হোসেন বকুল নরসিংদীতে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী লিমন গ্রেপ্তার ‘বিএনপি ক্ষমতায় আসলে চরাঞ্চলে শান্তি বিরাজ করবে’ : বিএনপি নেতা আশরাফ উদ্দিন

রায়পুরায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু, বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২২৪ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আগুনে ৪টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার দুপুরে রায়পুরার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্ব পাড়া গ্রামের কাংগুর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত শিশু হামিম মিয়া ভেলুয়ারচর পূর্ব পাড়া গ্রামের সৌদি প্রবাসী শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুর ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রায়পুরার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্ব পাড়া গ্রামের শফিকুল ইসলামের বসত ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে এই আগুন পাশ্ববর্তী আরো ৪টি বসত ঘরে ছড়িয়ে পড়ে। এসময় আগুনে পুড়ে হামিম মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়

আগুন লাগার খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই সময় চেয়ারম্যানের ব্যাক্তিগত তহবিল থেকে ৫ হাজার ও উপজেলা দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে ২০ হাজার টাকা নিহতের পরিবারকে দেয়ার ঘোষনা দেয়া হয়।

নিহত শিশুর মা তানিয়া বেগম বলেন, দুপুরে আমার ছোট ছেলে হামিমকে খাইয়ে রেখে আমি ধান লাড়তে মাঠে যাই। পরে খবর পাই বাড়ীতে আগুন লাগছে। এসে দেখি আমার ঘরে আগুন জ্বলছে। কাথা নিয়ে ঘরে গিয়ে ছেলেবে উদ্ধার করার চেষ্টা করি। কিন্তু পারিনি। আগুনে পুড়ে ঘরের ভেতরে থাকা আমার শিশু সন্তান শেষ হয়ে গেছে।

শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ মোরশেদ থান রাসেল জানিয়েছেন, চরাঞ্চলে ফায়ার সার্ভিস আসার কোন রাস্তা নেই। তাই স্থানীয়রা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ১ শিশু নিহত হয়েছে। নিহতের পরিবারকে প্রাথমিক ভাবে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

নরসিংদীর কন্ঠস্বর / এম আজিজুল ইসলাম /এস হোসেন

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT