1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো এক নারীর

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৮ মে, ২০২৩
  • ২৮৭ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মমতাজ বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৮ মে) সকাল সোয়া ৮টায় নরসিংদীর বাদুয়ারচর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মমতাত নরসিংদী সদর উপজেলার দক্ষিণ বাদুয়ারচর এলাকার মৃত আব্দুল কাদিরের স্ত্রী।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নরসিংদী রেলস্টেশনের অদূরে বাদুয়ারচর এলাকার রেললাইন ধরে হাঁটতেছিলেন মমতাজ। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি বাদুয়ারচর এলাকায় পৌঁছালে ওই নারীকে দেখে চালক হর্ণ বাজায়। পরে তিনি রেললাইন থেকে এক পা বাহিরে আনার সময় ট্রেনের হালকা ধাক্কা লেগে পাশেই ছিটকে পড়ে যান। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশে এএসআই রকিবুল ইসলাম জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু’র মামলা দায়ের করা হয়েছে।

#

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT