আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে বজ্রপাতে হেলেনা বেগম (৩৮) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেলাব ইউনিয়নের চর লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হেলেনা বেগম (৩৮) উপজেলার চর লক্ষিপুর নামা পাড়া গ্রামের তাজু মিয়ার স্ত্রী। তিনি ছিলেন এক ছেলে ও এক মেয়ের জননী।
স্থানীয়রা জানান, আজ দুপুরে হেলেনা বেগম ছাগল চড়াতে মাঠে গেলে বজ্রপাতের কবলে পড়ে। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্বামী বলেন, আমার স্ত্রী ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে গিয়েছিল। হঠাৎ বজ্রপাতের আওয়াজ হয়। পরে খবর পাই বজ্রপাতে সে মারা গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. নায়েমা তাবাছসুম শাহ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত পরিবারকে উপজেলা মানবিক সহায়তা তহবিল হতে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। নিহত হেলেনা বেগম বজ্রপাতে মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।