1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় ব্যতিক্রমী উদ্যোগ, নদী দূষণ রোধে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত শিক্ষার ক্ষেত্রে কোন প্রকার কম্প্রমাইজ বা দলীয় করণ করার সুযোগ নেই: খোকন নরসিংদীতে রাতে স্ত্রী ও দিনে স্বামীর মরদেহ উদ্ধার মারা গেলেন নরসিংদীর প্রবীণ সাংবাদিক আবু তাহের নরসিংদীতে কাফনের কাপড় বেধে পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ফয়জুল করীমকে বরিশাল সিটির মেয়র ঘোষণা করতে আদালতে মামলা নরসিংদীতে রোগী ও স্বজনদের ওপর এক হাসপাতাল কর্তৃপক্ষের হামলা শিবপুরে অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতির আশংকা নরসিংদীর রায়পুরায় ধান কাটার সময় বজ্রপাতে নিহত ১ ৬ দফা দাবি আদায়ে নরসিংদীতে মহাসড়ক অবরোধ, দুই ঘন্টা পর প্রত্যাহার

মহানবীকে নিয়ে কটূক্তি, গ্রেপ্তার আকাশ সাহা রিমান্ডে

ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশিতঃ রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৩০৯ বার

ডেস্ক রিপোর্ট : মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকার কলেজ ছাত্র আকাশ সাহা (২০) এর রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নড়াইলের লোহাগড়া আমলি আদালতে হাজির করে পুলিশ অভিযুক্তের সাতদিনের রিমান্ড চাইলে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজ রবিবার (১৭ জুলাই) শুনানি শেষে বিচারক মোহাম্মদ মোরশেদুল আলমের আদালতে আকাশ সাহার রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে শনিবার (১৬ জুলাই) রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, শুক্রবার (১৫ জুলাই) কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ রয়েছে। বিষয়টি ওই দিন জুম্মার নামাজের পর বিভিন্ন পেশার মানুষের নজরে আসে। এরপর বিক্ষুব্ধ লোকজন আকাশ সাহার গ্রেপ্তার ও বিচারের দাবীতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করে। একই দিন বিকেল থেকে উত্তেজনা আরও বাড়তে থাকে।

১৫ জুলাই রাতে উচ্ছৃঙ্খল লোকেরা দিঘলিয়ার সাহাপাড়ার ৪টি মন্দির ভাঙচুর করেছে। এছাড়াও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বাড়িসহ গৌরচন্দ্র সাহা, ডা. স্বপন সাহা, গৌতম ভবেশ, নিরঞ্জন লস্করসহ কমপক্ষে ২০ জনের বাড়ি ভাঙচুর করে তারা। এসময় হামলাকারীরা ঘরের ভিতর ঢুকে আসবাবপত্র ভাঙচুর, নগদ টাকাসহ স্বর্ণাংলকার লুট করে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এছাড়াও বিক্ষুব্ধ জনতা দিঘলিয়া বাজারের অশোক স্টোর, অনুপম ফার্মেসি, তরাপদ মিষ্টান্ন ভান্ডার, নিত্য দুলাল স্টোরসহ কমপক্ষে ১৫টি দোকান ভাঙচুর করেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সরকারি সহায়তায় রবিবার (১৭ জুলাই) থেকে ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি -দোকান পাঠ ও মন্দির সংস্কারের কাজ শুরু হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT