নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় নরসিংদীর পলাশ উপজেলায় আগামী ৩০ এপ্রিল এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পরীক্ষার কেন্দ্র সচিব, হল সুপার ও কক্ষ প্রত্যবেক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়াম এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে ও পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলম।
মতবিনিময় আরো উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার নাসরিন আক্তার, ডাঃ নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিনা নাসরিন, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লোকমান হোসেন, চরসিন্দুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,
সারকারখানার প্রধান শিক্ষক জনাব আজিজুন নাহার, ইসাখালি ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল করিম, চরসিন্দুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হুমায়ুন কবির, চলনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, পিডিবির প্রধান শিক্ষক মিজানুর রহমান।