ডেস্ক রিপোর্ট : সারাদেশে প্রচন্ডে গরম জনজীবনে বেশ প্রভাব পড়েছে। এর মধ্যে চলছে লোডশেডিং। সব মিলিয়ে মানুষের কষ্টের শেষ নেই। এ কষ্ট থেকে মুক্তির জন্য দেশের কয়েকটি স্থানে বৃষ্টির জন্য নফল নামাজ আদায়সহ বিশেষ মোনাজাত করছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। তারই ধারাবাহিকতায় নীলফামারীতে বৃষ্টির নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।
আজ রবিবার (১৭ জুলাই) সকাল ৯টায় সদর উপজেলার ইটাখোলা কানিয়াল খাতা মদিনাতুল উলুম কিন্ডারগার্টেন মাঠে নামাজ আদায় করা হয়। নামাজ শেষে অব্যাহত অনা বৃষ্টি থেকে মুক্তির জন্য ও আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এতে ইমামতি মোনাজাত পরিচালনা করেন নীলফামারী ইমাম মারকাস মসজিদের খতিব মাওলানা সাদিক শাহেদ।
তিনি বলেন, প্রচন্ড খরায় মাঠের বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাচ্ছে। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রাণিকুলসহ মানবজাতির এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহ তায়লার সন্তুষ্টি অর্জনসহ আনুগত্য প্রকাশে সবাই দুই হাত তুলে মোনাজাত করেছি। আল্লাহ যেন কবুল করেন।