1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বেলাবতে সেতুর নিচ থেকে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার নরসিংদীতে ২২ ফেব্রুয়ারি জেলা বিএনপির সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জাতীয় স্টেডিয়াম এই নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না : জামায়াতের আমীর পলাশে ফৌজিয়ান বার্ষিক আনন্দ আড্ডা অনুষ্ঠিত যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হবে পবিত্র শবে বরাত মনোহরদীতে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ছাত্রদের ওপর গুলি করার নির্দেশদাতাকে বিচারের মুখামুখি করতে হবে : বেলাবতে জুয়েল বেলাবতে ডাঃ মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল শিক্ষা বৃত্তি পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণ

ঘোড়াশালে ঈদ উৎসবে শীতলক্ষ্যার তীরে মানুষের ঢল

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৩৯৭ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল শীতলক্ষ্যা নদীর ওপর দুটি রেলসেতু ও রেলওয়ে স্টেশনে ঈদ আনন্দে হাজারো মানুষের ঢল নামতে দেখা গেছে। ট্রেন দূর্ঘটনার ঝুঁকি উপেক্ষা করেই তারা ঈদুল ফিতরের দিন বিকেল থেকে রবিবার রাত পর্যন্ত উৎসবে মেতে ওঠে।

পলাশ উপজেলাসহ গাজীপুরের কালীগঞ্জ ও দেশের অন্যান্য স্থান থেকে হাজারো বিনোদনপ্রেমী মানুষ ঈদ উৎসবে আনন্দ উপভোগ করতে বিকেল থেকে সন্ধা পর্যন্ত সেখানে আড্ডা দেয়। স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, লেখক ও রাজনীবিদসহ সব পেশার মানুষ এখানে ছুটে আসে। অনেকেই প্রাণবন্ত সুন্দর মুহুর্তকে ক্যামেরাবন্দি করে রাখতে সেলফি তুলছেন।

ঈদ আনন্দে স্টেশনে একটু ঘোড়াঘুরি করতে পলাশ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলে হাজারো মানুষ ছুটে আসে এ বিনোদন কেন্দ্রে। এখানে শিশুদের জন্য গোড়াও রাখা হয়েছে। শিশুদের ঘোড়ায় চড়ে ঈদের আনন্দ উপভোগ করতেও দেখা গেছে।

এখানে ঘুরতে আসা গাজীপুরের কালীগঞ্জের সোহরাব হোসেন জানান, মুক্ত পরিবেশে সবার সাথে ঈদের আনন্দ ভাগ করতে পেরে বেশ ভালো লাগছে। যদিও এখানে ট্রেন দূর্ঘটনার ঝুঁকি রয়েছে তারপরও একটু সচেতনভাবে অবস্থান নিলে সমস্যা থাকবে না।

ডাঙ্গার পপি আক্তার জানান, এখানের পরিবেশে মোটামুটি ভালো। সময় সুযোগ পেলে ঈদ ছাড়াও মাঝে মাঝে এখানে ঘুরতে আসি। তবে এবার নিরাপত্তা ব্যবস্থা ছিলো চোখে পড়ার মতো।

ঘোড়াশালের ব্যবসায়ী নাঈম খান ঘুরতে এসে জানান, এই স্টেশনটি এখন এলাকায় জন্য বিনোদন কেন্দ্রে পরিনত হয়েছে। পলাশ উপজেলায় কোন পার্ক না থাকায় শীতলক্ষ্যা নদীর উপর ঘোড়াশাল রে­লওয়ে ফ্ল্যাগ স্টেশন ও ২টি ব্রিজকে বিনোদন কেন্দ্র হিসেবে আমাদের বেছে নিতে হয়েছে। যদি ঘোড়াশালে ভালোমানের একটি পার্ক থাকতো তাহলে অনেক ভালো হতো।

শীতলক্ষ্যা নদীর তীরে ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনটি বিনোদন কেন্দ্রের মতোই দর্শনার্থীরা ঘুরাঘুরি করতে মেতে ওঠে। শহীদ ময়েজউদ্দিন সেতু ও ঘোড়াশাল রেলওয়ে ব্রিজের উপরে দাঁড়ালেই নিচে দেখা যায় শীতলক্ষ্যা নদী। শীতলক্ষ্যা নদী দিয়ে দু’পাড়ের খেয়া পারাপারে গ্রাম বাংলার নদীর সৌন্দর্য যেন আরও বেশি ফুটে ওঠে। তাই এই দৃশ্য বিনোদনপ্রেমীদের মাঝে অন্য রকম ভালো লাগা যোগ করেছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT