সিয়াম সরকার, নিজস্ব প্রতিবেদক : “এ হোক অঙ্গিকার, মালিতা হবে মানবিকতার “এ শ্লোগানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুরে ১০ টাকার বিনিময়ে মিলছে হাজার টাকার ঈদ বাজার।
আজ বৃহস্পতিবার সকালে চরসিন্দুর ইউনিয়নের ৭নং মালিতা গ্রামের উত্তর দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ঈদ বাজার বসে।
এসময় প্যান্ডেল করে সারি সারি ভাবে দোকান বসিয়ে সুবিধাবঞ্চিত অসহায় ও হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে ১০ টাকার বিনিময়ে হাজার টাকার ঈদ বাজার সামগ্রী তুলে দেয়া হয়েছে।
পলাশ উপজেলার সামাজিক সংগঠন মালিতা স্বেচ্ছাসেবী যুব সংগঠন পরিবারের পক্ষ থেকে ১৬০ জন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ১০ টাকায় এ ঈদ বাজার তুলে দেন প্রধান অতিথি চরসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন।
মালিতা স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি মো. হানিফ মিয়ার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বাপসা’র সভাপতি মো: জুলহাস উদ্দিন ভূইয়া, স্থানীয় ওয়ার্ড সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মাত্র ১০ টাকার বিনিময়ে এখান থেকে সেমাই, চিনি, দুধ , চাল, ডাল, তেল, সাবান, সাতটি পণ্য নিয়েছেন নিন্ম আয়ের মানুষজন। ব্যতিক্রম এই উদ্যোগের বিষয়ে জানতে চাইলে সামাজিক সংগঠন মালিতা স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি হানিফ মিয়া বলেন, ২০২১ সাল থেকে সংগঠনটির যাত্রা শুরু হয়।
সমাজের বিত্তবান যারা আছেন, তাদের থেকে আমরা বিভিন্ন সময় অর্থ সহায়তা নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তা বিতরণ করি। তারই ধারাবাহিকতায় অন্যান্য সময়ের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের জন্য মাএ ১০ টাকার ঈদ বাজারের এ উদ্যোগ নিয়েছি।