মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে দরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যুক্তরাষ্ট্রের মেট্রো ওয়াশিংটন শাখা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শিবপুরের কৃতি সন্তান মোহসিনা জান্নাত রিমি।
আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে বাঘাব দারুল উলুম দাখিল মাদ্রাসা ও কুন্দারপাড়া বাজারে আওয়ামী লীগ কার্যালয়ে বাঘাব ইউনিয়নের ১ হাজার দরিদ্র মানুষের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বাঘাব ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমান মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাষ্টারের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, আলমগীর হোসেন মৃধা আঙ্গুর,
নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ফরহাদ আলম ভূইয়া, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি জুনাইদুল হক জুনু, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমুখ।
এসময় পৌর তাতী লীগের আহবায়ক জহিরুল ইসলাম মিঠু, পৌর ছাত্রলীগের সভাপতি সৈয়দ রাকিব হাসান ইফরানসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।