৩৪ বছরের জীবনের রংয়ে
ধরেছে আমার জং।
ক্যান্সার আমায় সাজিয়ে দিয়েছে
সারা শরীরে সং।
সময় যে আমার এতো অল্প
বুঝিনি আমি আগে,
এখন আমার প্রতিটি মুহূর্তে
বাঁচার ইচ্ছা জাগে।
জানিনা আমি এই দুনিয়ায়
আর কতোক্ষন থাকবো?
কোন দিনের সকালে জানি
আমি না আর জাগবো।
মা-বাবা-ভাই-বোন আর সন্তানেরা
ডাকবে আমার শত
ঘুম যে আর ভাঙ্গবে না আমার
ডাকুক সবাই যতো।
এসব যখন ভাবি আমি
মনে লাগে ভয়।
আল্লাহ জানে ভাগ্যে আমার
কি জানি কি হয়?
বলবো আমি খোদার কাছে
বাঁচতে আমি চাই
এতো অল্প সময় দিয়ে
পাঠালে কেনো এই দুনিয়ায়?
😭😭😭😭😭😭😭😭😭
উল্লেখ্য, এই মর্মস্পর্শী কবিতাটির লেখিকা নরসিংদীর ঘোড়াশাল সারকারখানা এলাকার নিগার সুলতানা ঝরা গতকাল বুধবার (১৯ এপ্রিল ২০২৩) মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই শিশু সন্তান, আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। তার লেখা কবিতাটি পড়ে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেন নি। কবিতাটি পড়ে যদি কেউ কষ্ট পান তাহলে নরসিংদীর কন্ঠস্বর এর প্রকাশককে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।