জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : ১৬ এপ্রিল রবিবার নরসিংদী পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আল-আমিন রহমান সভাপতি মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরাম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: শাহিন আহমেদ স্বত্বাধিকারী অঞ্জন’স সভাপতি ফ্যাশন এন্টারপ্রেনারস এসোসিয়েশন বাংলাদেশ। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল মোমেন মোল্লা
প্রেসিডেন্ট নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ মফিজুল ইসলাম সভাপতি হৃদয়ে বাংলাদেশ সংগঠন।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোতালিব হোসেন পরিচালক নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, প্রধান মেহমান ছিলেন আলহাজ্ব সাবেরুল হাই সাবের চেয়ারম্যান ডাংগা ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমিন সরকার , মশিউর রহমান ফারুক ইব্রাহিম মোল্লা, আনোয়ার হোসেন মোল্লা জি এম মাসুম, এমদাদুল হক, শামীম মোল্লা সহ আরও উপস্থিত ছিলেন সেচ্ছাসেবীগণ।
নরসিংদী জেলার ২৩১+ সামাজিক সংগঠর সমূহের উপস্থিতে ৪ শতাধিক সেচ্ছাসেবীদের সম্মানে এ ইফতার মাহফিল এর আয়োজন করেছে নরসিংদী জেলার সর্ববৃহৎ সেচ্ছাসেবী প্লাটফর্ম মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরাম।