সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে সেন্টু দাস (৫০) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে পলাশ উপজেলার জিনারদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেন্টু দাস ওই এলাকার দিনেশ দাসের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আজ সকালে জিনারদীর রেলওয়ে স্টেশনের পাশের একটি নির্মাণাধীন দোতলা ভবনে রং দেয়ার সময় পা পিছলে নিচে পড়ে যান সেন্টু। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
পলাশ থানার উপপরিদর্শক আলতাফ হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।