আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, নায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য, নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুস সালাম মেম্বারের মৃত্যুতে নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যােগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৪ এপ্রিল) শুক্রবার বিকালে উপজেলার নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যােগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও বেলাব উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ মনির নবীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সমসের জামান ভূইয়া রিটন,
নরসিংদী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ মেরাজ মাহমুদ মিরাজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী মোঃ শরিফ উদ্দিন খান মোমেন, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাওসার কাজল,
সাবেক চেয়ারম্যান মোঃ মোসলেহ উদ্দিন খান সেন্টু, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ খোর্শেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাদেক ‘সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি /সাধারণ সম্পাদক ও সকল সহযোগী অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।