মো: আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশ উপজেলার অসহায় ১৯টি পরিবারের মাঝে ২৪ বান্ডিল ঢেউটিন ও বান্ডিল প্রতি তিন হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এসব ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢেউটিন ও চেক বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের সাংসদ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমূখ।