আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদ ০৯নং সাধারণ ওয়ার্ড সদস্য পদে উপ নির্বাচন অনুষ্ঠানের জন্য সময়সূচি প্রকাশ করে তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আগামী ২৫ মে (বৃহস্পতিবার) ইভিএম মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত সোমবার (১০ এপ্রিল) রাতে বেলাব উপজেলা নির্বাচন অফিসার ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদ ০৯নং সাধারণ ওয়ার্ড সদস্য পদে উপ নির্বাচনে রিটার্নিং অফিসার শেখ মোহাম্মদ আদিলের স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণ বিজ্ঞপ্তিতে জানানো হয়,ইউনিয়ন পরিষদের নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ৫ উপবিধি ১ মোতাবেক অনুযায়ী সাধারণ সদস্য পদে উপ নির্বাচন অনুষ্ঠানের জন্য সময়সূচি প্রকাশ করে। রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ২৭ এপ্রিল। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন বাছাইয়ের তারিখ ৩০ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে এবং ২৫ মে হবে ভোটগ্রহণ।
উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও নারায়নপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ আব্দুস সালাম এর মৃত্যুতে পদটি শূন্য হয়ে যাওয়ায় নির্বাচন কমিশন উপ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন।
তারই আলোকে তফসিল অনুযায়ী আগামী ২৫ মে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বেলাব উপজেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল।