সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় চলন্ত টয়োটা প্রভক্স গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার খানেপুর কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠের সামনের সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাড়ির চালক আশিকুল ইসলাম জানান, রাজধানীর ঢাকার ফারুক নামে এক ব্যবসায়ীর একটি টয়োটা প্রভক্স গাড়ি ভাড়ায় চালান তিনি। রবিবার (৯ এপ্রিল) বিকেলে ঢাকা থেকে দুই যাত্রীকে নিয়ে পলাশ উপজেলার সারকারখানা এলাকায় আসেন। পরে রাত ৮টার দিকে সারকারখানায় কাজ শেষে তাদের নিয়ে ঢাকায় ফিটছলেন তিনি। কিন্ত হঠাৎ গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায়। পরে তিনি এই আগুন নিভানোর চেষ্টা করেন। আগুন নিভাতে ব্যার্থ হয়ে ৯৯৯ এ কল করেন আশিকুল। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। এতোক্ষণে গাড়ির সব কিছু পুড়ে যায়। খবর পেয়ে আজ রাত ১২টার দিকে গাড়ির মালিক ফারুক ঢাকা থেকে খানেপুর এলাকায় ঘটনাস্থলে পৌঁছায়।
পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী জানান, খানেপুর এলাকায় চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমাদের দুটি ইউনিট এই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হই। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।