মো: আশাদউল্লাহ মনা : “মানসম্মত প্রাথমিক শিক্ষা,স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে নরসিংদীর পলাশের বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আজ রবিবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসের সভাকক্ষে উপজেলার ১৮ টি প্রাথমিক বিদ্যালযে এ ল্যাপটপ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ল্যাপটপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দিলরুবা ইয়াছমিন ও সহকারী শিক্ষা অফিসার মোঃ মিলন মিয়া প্রমূখ।