মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং পূর্ব ঘোষিত ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে শিবপুর উপজেলা বিএনপি।
শনিবার (৮ এপ্রিল) বিকেলে শাষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় উপজেলা ও পৌরসভা বিএনপি ও বিভিন্ন অংগ সংঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।