1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
আবরার ফাহাদ হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল গত ১৭ বছর গনতন্ত্র ও আইনি শাসন বলতে কিছুই ছিলো না : বেলাবতে জুয়েল পলাশে সমাজ সেবায় অবদান রাখায় সম্মাননা পেলেন এম কাইয়ুম বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে যারা উসকানি দিচ্ছে, তাদের দ্বিতীয়বার পতন হবে : মঈন খান দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন নরসিংদীতে ধর্ষণ ও নারীর প্রতি অন্যায়ের প্রতিবাদে মানববন্ধন পলাশে শীতলক্ষ্যা নদীতে ডুবে প্রাণ গেল দুই বন্ধুর পলাশে ঘুরতে এসে নদীতে ডুবে কিশোরের মৃত্যু বিদেশি শক্তিকে আ.লীগ এবার বিভ্রান্তি করতে পারবে না : মঈন খান

পলাশে চোরাই সিএনজিসহ চোর চক্রের ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৩১৩ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ৩টি চোরাইকৃত সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।শুক্রবার রাতে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝালঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাহ্মনবাড়ীয়ার কলামুরি গ্রামের রজব আলীর ছেলে রফিকুল ইসলাম (৬০), নবীনগর উপজেলার খোকা মিয়ার ছেলে আল-আমিন (২৮) ও একই এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩৪)।

আজ শনিবার সকালে পলাশ থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার
(অপরাধ) অনির্বাণ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে সিএনজি অটোরিকশা চুরি করে আসছিল।

শুক্রবার (৭ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চোরাইকৃত সিএনজি অটোরিকশা উপজেলার গজারিয়া ইউনিয়নের চরসিন্দুর টু ইটাখোলা আঞ্চলিক সড়কের ঝালঘাটা বাজার দিয়ে যাচ্ছে। পরে সেখানে জেলা গোয়েন্দা
পুলিশের একটি চৌকস টিম দিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি চোরাইকৃত সিএনজি অটোরিকশাসহ রফিকুল ইসলাম, আল-আমিন ও উজ্জল মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হই।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইতিপূবেই বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে জানিয়ে অতিরিক্ত
পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী আরও বলেন, চোরইকৃত সিএনজি অটোরিকশা গুলোর মালিকদের পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের
বিরুদ্ধে পলাশ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

এসময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার
ইনচার্জ (ওসি) আবুল বাসার পিপিএম,পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ ও পলাশ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক প্রমূখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT