নিজস্ব প্রতিবেদক : “পরিবারের প্রয়োজনে বাহিরে যারা, তাদের জন্য আমরা উৎসর্গ” শ্লোগানকে ধারণ করে পবিত্র মাহে রমজান উপলক্ষে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ “নরসিংদী জেলা শাখার” পক্ষ থেকে কর্মজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ঘোড়া চত্বর থেকে সাদ্দাম বাজারে অবস্থানরত কর্মজীবী রোজাদারদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোশাহিত এনাম রাহুল এর নেতৃত্বে এসময় ইফতার বিতরণ উপস্থিত ছিলেন সংগঠনের মো: শান্ত, মো: রাহিম, মো: মাসুদ, মো: হিমেল, মো: রিমন।
প্রতিবছরের ন্যায় এবারও এ আয়োজন মানবতার সেবায় ধারাবাহিক ভাবে অনুষ্ঠিত হবে জানিয়েছেন সংগঠনের পলাশ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোশাহিত এনাম রাহুল।