পারভেজ আহমেদ, নিজস্ব প্রতিবেদক : স্মাইল সিক্রেট অফ ইউর হ্যাপিনেস নরসিংদী জেলা শাখার উদ্যোগে নরসিংদী সদরের বিভিন্ন স্থানে পথচারী ও বিভিন্ন শ্রমজীবী মানুষ পেলো তৃপ্তিময় ইফতার ।
এসময় নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি শিমুল প্রধান নরসিংদী কন্ঠস্বর নিজস্ব প্রতিবেদক পারভেজ আহমেদ কে বলেন,স্মাইল প্রতিবছরই রমজান মাসে অসহায় মানুষের পাশে ইফতার নিয়ে হাজির হন ঠিক তেমনি ভাবে এবার নরসিংদী জেলা শাখার সকল সদস্যদের আয়োজনে নরসিংদী সদরের বিভিন্ন স্থানে পথচারী ও গাড়ির চালকদের আমরা আমাদের সাধ্য অনুযায়ী ইফতার বিতরণ করছি ।
উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,স্মাইল সিক্রেট অফ ইউর হ্যাপিনেস কেন্দ্রীয় সভাপতি ইমন ফারাবি, কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পর্না সরকার, নরসিংদী জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিনা সিফা, সহ-সভাপতি-হৃদিতা ভূইয়া,
যুগ্ন সম্পাদক ফয়সাল আহমেদ, যুগ্ন সম্পাদক-নুপুর জাহান, ট্রেজারার কুয়াশা আহমেদ আদিল, নারী বিষয়ক সম্পাদক ফারহানা ভূইয়া, সহ-নারী বিষয়ক সম্পাদক মাইমুনা আক্তার মিতু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক–সুমিত সাহা অর্প, সহ- সাংস্কৃতিকবিষয়ক সানজিদা মিম, হিউম্যার রির্সোস অফিসার:জাহিদুল ইসলাস সহ জেলা শাখার সদস্যবৃন্দ। এসময় প্রায় ১০০জন মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয় ।