সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে মো: রাকিব (২০) নামের এক কলেজ পড়ুয়া ছাত্র। গত ২০ মার্চ বাড়ী থেকে বের হয়ে যাওয়ার পর থেকে আর তাকে খুঁজে পাচ্ছে না পরিবার।
নিখোঁজ রাকিব ঘোড়াশাল পৌর এলাকার ফুলদিরটেক গ্রামের মো: আয়নাল হকের ছেলে। সে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ থেকে উত্তীর্ণ হয়। পড়া লেখার পাশাপাশি পাঁচদোনা এলাকার পাকিজা টেক্সটাইল মিলে চাকরি করে রাকিব।
নিখোঁজের বাবা আয়নাল হক জানান, সোমবার (২০ মার্চ) দুপুরে আমার ছেলে রাকিব কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তার পর থেকে সে আর বাসায় ফিরে আসেনি। এমনকি তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ পাওয়া যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধায় আমার ছেলেকে খু়ঁজে পলাশ থানায় জিডি করা হয়। জিডি নম্বর ১৪৯৭।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই মাজেদুল ইসলাম জানান, নিখোঁজ রাকিবকে উদ্ধার করার চেষ্টা অব্যাহত রয়েছে।