1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার নরসিংদীতে রয়েল এনফিল্ড “মোটো স্টুডিও” শোরুম উদ্বোধন তরুণরাই আগামীর সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করবে: খোকন বিতর্ক প্রতিযোগিতায় পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ চ্যাম্পিয়ন পাঁচদোনায় শিক্ষককে মারধর, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ আমরা কারো প্রভুত্ব বা অপশাসন চাই না : জুয়েল নরসিংদীতে মিলেনিয়াম ২০০০ ব্যাচ এর মেগা প্রোগ্রাম রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত নিজেকে আগে সংস্কার না করলে কোন সংস্কার কাজে আসবে না : মঈন খান শিবপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ নরসিংদীর মেঘনায় অবৈধ বালু উত্তোলন; ভাঙ্গন আতঙ্কে ৩ উপজেলার বেশ কয়েক গ্রামবাসী

বাঞ্ছারামপুরে মানবতার ফেরিওয়ালা ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর এ কে মাহবুবুল হক (অব.)

জহিরুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৪৫ বার

জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : মানবিকতার পরিচয় দিয়ে উপজেলায় মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেছেন সাদা মনের মানুষ বীর মুক্তিযোদ্ধা পরিবার এ সন্তান ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডাক্তার এ কে মাহবুবুল হক (অব.)।

গরিব, অসহায়, পঙ্গু ও অতিদরিদ্র জনগোষ্ঠীর পরিবার কে ব্যক্তিগত সহায়তা প্রদান করে যাচ্ছেন। এতে দরিদ্র এলাকার বিভিন্ন পেশার অসহায় জনগোষ্ঠী উপকৃত হচ্ছেন বলে জানা গেছে। এছাড়া মেধাবী দুস্থ শিক্ষার্থী, বিভিন্ন রোগে আক্রান্ত গরিব জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা প্রদানসহ প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আশ্রয়ণহীনদের সরেজমিন পর্যবেক্ষণ ও অনুসন্ধান করে ঘর প্রদান করছেন।

বাঞ্ছারামপুর উপজেলায় তার মানবিক কাজে সহায়তা পেয়েছেন বিভিন্ন এলাকার মেধাবী দুস্থ শিক্ষার্থী, ঋণগ্রস্ত অসহায় ব্যক্তি, চিকিৎসাসেবা বঞ্চিত অসহায় রোগী, শীতার্ত দুঃস্থসহ অবহেলিত জনগোষ্ঠী।

ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডাক্তার এ কে মাহবুবুল হক (অব.) বলেন, মানবিক কাজ করে আত্মতৃপ্তি পাই। কারো কোনো উপকার করতে পারলে নিজের কাছেও ভালো লাগে।

তিনি রাবেয়া গফুর জন কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি। সামাজিক এই সংগঠনের মাধ্যমে বাঞ্ছারামপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চিকিৎসা, সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করে যাচ্ছেন।

সামাজিক সেবামূলক সংগঠনের মাধ্যমে বাঞ্ছারামপুরের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

বাঞ্ছারামপুরের গর্বিত সন্তান মাহবুবুল হক চিকিৎসা সেবার মতো মানবিক পেশায় সম্পৃক্ত থেকে উপজেলার হাজার হাজার মানুষের সেবা করেছেন।

নিজের দায়িত্ববোধের জায়গায় দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দিকনির্দেশনা মোতাবেক মানুষ ও মানবতার কল্যাণে নিজেকে সম্পৃক্ত করেছেন মাহবুবুল হক। চাকুরি থেকে অবসর গ্রহণ করলেও তিনি অবসর নন।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে মানুষ ও মানবতার কল্যাণে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একই সাথে বাঞ্ছারামপুরের মাটি ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন।

মানবিক মানুষ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক আগামীদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা মোতাবেক এলাকার পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেকে বিলিয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বাঞ্ছারামপুর উপজেলা সহ দেশবাসীর দোয়া কামনা করেছেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT