নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় সৌমিত্রা ভৌমিক (৮০) মানে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ। নিহত বৃদ্ধা উপজেলার কুকুরমারা গ্রামের ললিনী কান্তী ভৌমিকের স্ত্রী।
আজ বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯ টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের কুকুরমারা এলাকা থেকে বৃদ্ধার মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে স্থানীয়রা উপজেলার কুকুরমারা এলাকায় এক বৃদ্ধার মরদেহ কাঠ বগানে গাছে ঝুলে থাকতে দেখে। পরে স্থানীয়রা রায়পুরা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে সকাল সাড়ে ৯ টায় পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।।
রায়পুরা থানার উপপরিদর্শক নাসির উদ্দিন বলেন, ধারনা করা হচ্ছে আনুমানিক ভোর ৪-৬ টায় মৃত্যু হয়েছে। খবর পেয়ে বেলা সাড়ে ৯ টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।