মো: আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশ উপজেলার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে ২০২২-২০২৩ অর্থ বছরে উফসী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আজ মঙ্গলবার বেলা ১১টায় পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক- কৃষাণীর মাঝে এ বীজ ও সার বিতরণ করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পলাশ শাখার বাস্তবায়নে
উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার।
প্রধান অতিথি কৃষক-কৃষাণীর হাতে জনপ্রতি ৫ কেজি করে আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে পটাশ সার বিতরণ করেন।