আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে লাল সবুজ চেতনা সংসদের পক্ষ থেকে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষ্যে ২৬ মার্চ রবিবার উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর নামাবাজার কেবি মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও লাল সবুজ চেতনা সংসদের প্রধান উপদেষ্টা মোঃ খায়রুল বাকের। পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাতে রসুল পাঠের মাধ্যমে দোয়া মাহফিল শুরু হয়।
এই সময় উপস্থিত ছিলেন আরো নারায়ণপুর লাল সবুজ চেতনা সংসদের বিদায় সভাপতি কাজী শামিম হাসান, লাল সবুজ চেতনা সংসদের বিদায় সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান রুস্তম, নারায়ণ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাউসার কাজল (এম.এ),
নারায়ণ পুর রাবেয়া মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ সদস্য সচিব মো.মিজানুর রহমান মোল্লা, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ খোর্শেদ আলম, লাল সবুজ চেতনা সংসদের নতুন সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া’সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।