মো: আশাদউল্লাহ মনা : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ৪৭৮ জন বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধণা দেয়া হয়েছে। আজ রবিবার (২৬ মার্চ) সকালে উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়াম এ সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশের সাংসদ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দিলরুবা ইয়াছমিনের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মন্টু প্রমূখ।