মো: আশাদউল্লাহ মনা : ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে নরসিংদীর পলাশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ, মহিলা বিষয়ক অফিসার রেহানা পারভীন, শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মন্টু প্রমুখ।