জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীনদের মাঝে ৫৭৯ ঘর জমি হস্তাস্তরের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার ১০ সময় সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীনদের মাঝে বাঞ্ছারামপুরে ৫৭৯ ঘর জমি হস্তাস্তরের শুভ উদ্বোধন করা হয়। উপজেলার প্রশাসনের আয়োজনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম ভুঁইয়া বকুল, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন,উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন রুমান, বাঞ্ছারামপুর মডেল থানা কর্মকর্তা (ওসি) নুরে আলম,
বাঞ্ছারামপুরের পৌর প্যালেন মেয়র আসাদুলজাম্মান রিপন, ওয়ার্ডের কাউন্সিলর জুয়েল সরকার, আব্দুল সালাম, দরিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবরেজিস্টার কর্মকর্তা নুরে আলম, পল্লী ব্যাংকের ব্যবস্থাপনা মোঃ বাচ্চু মিয়াসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।