নাসিম আজাদ, নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী দেশের অন্যান্য জেলার মতো নরসিংদী জেলাও গৃহ ও ভূমিহীন মুক্ত হবে।
আজ রাত পোহালে (২২ মার্চ) প্রধানমন্ত্রী নরসিংদী জেলাকে গৃহ ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন।
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নরসিংদী জেলায় হালনাগাদ নিরুপিত তালিকা অনুযায়ী প্রাথমিকভাবে বাছাইকৃত এক হাজার একশত ৬১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ১ম, ২য় ও ৩য় পর্যায়ে মোট ৭০২ টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে।
চতুর্থ পর্যায়ে নরসিংদী জেলার ৬টি উপজেলায় অবশিষ্ট ৪৫৯টি ঘর উপকারভোগীদের নিকট হস্তান্তরের মাধ্যমে নরসিংদী জেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হচ্ছে।
এর মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৪০টি, পলাশ উপজেলায় ৯৫টি, শিবপুর উপজেলায় ৭৫টি, বেলাব উপজেলায় ১৩৯টি,মনোহরদী উপজেলায় ৩৫টি ও রায়পুরা উপজেলায় ৭৫টি ঘর রয়েছে।